০৫ আগস্ট ২০২৪, ১৬:০১

গণভবন দখল করে উল্লসিত হাজারো ছাত্র-জনতা

গণভবন দখল করে উল্লসিত হাজারো ছাত্র-জনতা  © সংগৃহীত

প্রধানমন্ত্রী থাকার সময় গত দেড় দশক গণভবনেই ছিলেন শেখ হাসিনা। তবে পদত্যাগ করে শেখ হাসিনা দেশত্যাগ করে চলে যাওয়ার পর গণভবনে প্রবেশ করেছে ছাত্র-জনতা। এরপরই গণভবনে ঢুকে পড়েছেন হাজারো মানুষ। সেখানের উল্লসিত ছাত্র-জনতার স্রোত দেখা যায়।

আজ সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে রাজধানী ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা। ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ ছেড়ে শেখ হাসিনা দেশত্যাগ করেছেন বলে খবর দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাদ্যম।  

এরপর দুপুরে গণভবনে ঢল নামে ছাত্র-জনতার। এতদিন সুরক্ষিত ভবনে প্রবেশ করেন তারা। এ সময় ভেতরে আন্দোলনকারীদের লুটপাট ও ভাঙচুর করতে দেখা যায়। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন।

এদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে গঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। বিকেল ৪টায় জনগণের উদ্দেশে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আন্দোলনরত ছাত্র-জনতাকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানান। 

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন । এ মুহূর্তে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য কাজ করছি।