০৫ আগস্ট ২০২৪, ১৫:৪৭
দেশ ছাড়ার আগে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, পাননি সুযোগ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। দেশ ছাড়ার আগে নিজের একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলনে শেখ হাসিনা। কিন্তু সেই সুযোগ তিনি পাননি।
সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে তাঁরা রাজধানী ছেড়েছেন।
একটি সূত্রের বরাত জানা গেছে, শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহন করা হেলিকপ্টারটি ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হয়েছে।
এদিকে বেলা ৩টার পর গণভবনে ঢুকে পরে ছাত্র জনতার বিরাট একটা অংশ। সেখান থেকে কেউ কেউ বিভিন্ন জিনিসপত্রও নিয়ে যাচ্ছেন। রাজপথে আনন্দে মেতে উঠেছে ছাত্র-জনতা।
সেনাপ্রধান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

ডাকসু নির্বাচন: কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রার্থীরা ভোট চাইলে ব্যবস্থা

ঢাবি ক্যাম্পাসে নিশ্ছিদ্র নিরাপত্তা, সন্দেহভাজন হলেই তল্লাশি

ডাকসু নির্বাচন: সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে মেয়েদের দীর্ঘ লাইন

জাকসু নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলক ডোপটেস্ট আজ
