০৫ আগস্ট ২০২৪, ০৯:৪৭

বাংলাদেশে সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার কমিশনারের

ভলকার টুর্ক  © সংগৃহীত

বাংলাদেশে চলমান ভয়াবহ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নতুন করে সহিংসতা ও প্রাণহানিতে গভীর উদ্বেগ জানিয়ে বলেছেন, এই সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে। সপ্তাহের ছুটির দিনে অনেক লোক মারা গেছে, সিরাজগঞ্জ জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা করা হলে অন্তত ১৩ জন পুলিশ মারা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৫ আগস্ট) ‘ঢাকা মার্চ’ কর্মসূচি রয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব সংগঠনকে সেটি প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অত্যন্ত শঙ্কিত। এর ফলে আরও প্রাণহানি হবে এবং ধ্বংসাত্মক ঘটনা ঘটবে। আমি রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনুরোধ করছি, তারা যেন জীবনের সুরক্ষা, মতপ্রকাশে স্বাধীনতা ও সমাবেশ করার অধিকার সংক্রান্ত দায়িত্ব মেনে চলেন।’

মানবাধিকার লংঘন হলে সেটির দায়বদ্ধতা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘বিশেষ করে যারা জ্যেষ্ঠ ও নেতৃত্ব দিচ্ছেন, ওইসব কর্মকর্তাদের ক্ষেত্রে। মানবাধিকার লংঘনের কোনও ছাড় দেওয়া হবে না, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিষ্কার বার্তা দিতে হবে।’

শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কাজ করা, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি, পূর্ণ ইন্টারনেট সেবা চালু করা এবং সংলাপ করার পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।