আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগের সর্বশেষ পরিস্থিতি কী?
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নিতে শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহবাগকে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের কেন্দ্র ঘোষণা করেছেন তারা। একইসঙ্গে শাহবাগ ছেড়ে না যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) বিকেলে শাহাবাগ এলাকা সর্বশেষ শিক্ষার্থীদের দখলে রয়েছে। শাহবাগ ছাড়াও কাওরান বাজার ও ফার্মগেট এলাকায় দখল নিয়েছে শিক্ষার্থীরা।
বিকাল সাড়ে ৪টায় কয়েকজন প্রত্যক্ষদর্শী দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীরা দলে দলে জড়ো হচ্ছেন। তারা শাহবাগে অবস্থান নিচ্ছেন ও এ এলাকাকে আন্দোলনের কেন্দ্র ঘোষণা দিচ্ছেন। আন্দোলনকারী ছাত্র-জনতার পক্ষ থেকে বারবার শাহবাগ না ছাড়ার ঘোষণা দেয়া হচ্ছে।
অপর এক প্রত্যক্ষদর্শী জানান, শাহবাগে দলে দলে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা আসছেন। তারা শাহবাগে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকাতেও ছড়িয়ে পড়ছেন।
এদিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকাতেও থেমে থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। বেশ কয়েকজন শিক্ষার্থীকে বাংলামোটর এলাকা থেকে কারওয়ান বাজারের দিকে এগিয়ে আসতে দেখা গেছে।
প্রসঙ্গত, গতকাল (শনিবার) ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সারাদেশে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন। কর্মসূচির সমর্থনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাস্তায় নেমেছে ছাত্র-জনতা। এতে ছাত্র-জনতার সাথে পুলিশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যেই ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে।
রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা। পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।