বাংলামোটর-কারওয়ান বাজার এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া, গুলির শব্দ
রাজধানীর বাংলামোটর ও কারওয়ান বাজার এলাকায় (সোনারগাঁও মোড়) আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এসব এলাকায় উত্তেজনা বিরাজ করছে। থেমে থেমে শোনা যাচ্ছে গুলির শব্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিন রবিবার (৪ আগস্ট) দুপুর আড়াইটা থেকে বাংলামোটর ও কারওয়ান বাজার মোড় (সোনারগাঁও মোড়) এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলামোটর মোড়ে অবস্থান নেন। অপর দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোনারগাঁও মোড়ে অবস্থান নেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা কারওয়ান বাজারের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা শুরু হয়।
এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা চলছে। দুপুর সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারওয়ান বাজার এলাকায় গুলির শব্দ পাওয়া যাচ্ছিলো। এতে আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।