০৪ আগস্ট ২০২৪, ১২:৩০

চাঁপাইনবাবগঞ্জে অসহযোগ আন্দোলন সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

অসহযোগ আন্দোলন  © ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহযোগ আন্দোলন সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রোববার সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে একদফা দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

মডেল স্কুলের সামনে অবস্থান কর্মসূচি শেষে আন্দোলনকারীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিবগঞ্জ উপজেলার সমন্বয়করা উপস্থিত ছিলেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। বিএনপির নেতারাও আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন।

এদিকে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকার ঘোষণা দিলেও তাদেরকে মাঠে দেখা যায়নি। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ এমপি বিকেলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে তাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।

এদিকে একদফা দাবিতে রবিবার (৪ আগস্ট) সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে। পূর্ব ঘোষিত কর্মসূচি সফল করতে শাহবাগে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

সরেজমিন দেখা যায়, রবিবার  (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচি পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় জড় হয় শিক্ষার্থীরা। সেখান থেকে তারা শাহবাগের দিকে যায়। শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিলে ওই এলাকার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।