রাতে রুমিন ফারহানার বাসায় হামলা-ভাঙচুর
রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত ১১টার পর রুমিন ফারহানা নিজের ফেসবুক পেজে লাইভে এসে এ অভিযোগ করেন।
রুমিন ফারহানা বলেন, আমার বাসার সামনে একদল ছেলে বিচ্ছিরি গালি দিচ্ছে, আমার বাসার সামনে গেট ভাঙচুর করে গেল। তারা বলতেছে, এই রুমিন। নোংরা একটা গালি দিয়ে, তুই নাম নিচে। এখনই আমার বাসার সামনে দিয়ে গেল। আপনারা এলিফ্যান্ট রোডে আসেন। আমি আমার মায়ের সঙ্গে একা থাকি। তারা এখনো রাস্তায় গোলমাল করছে। ভীষণভাবে চিৎকার করছে। আমি বারান্দায় যেতে পারছি না। বারান্দার যাওয়ার মতো অবস্থা নেই।
তিনি আরও বলেন, আমার পুরো বাসা অন্ধকার করতে বাধ্য হয়েছি। তারা নিচে গেট ভাঙছে। আপনারা দেখুন, আপনারা আসুন, একটা ব্যবস্থা নিন।
ঘটনার পর সাংবাদিকদের রুমিন ফারহানাবলেন, এ হামলাটি কয়েকদিন ধরে হচ্ছে। তারা লাঠিসোঁটা নিয়ে আসে। তখন বলে রুমিন ফারহানা নিচে নেমে আয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে।
“আজকে যেটা হয়েছে, রাত ১১টার দিকে গেইট এমন জোরে ঝাঁকি দিয়েছে যেন সেটি ভেঙে ফেলবে। তারপর গেটের সব লাইট ভেঙে ফেলছে। নোংরা গালি দিয়ে বলে তুই নাম নিচে আয়, ওর ব্যবস্থা আমরা নিচ্ছি। এসময় ২০-২৫ জন ছিলেন।”
রুমিন ফারহানা বলেন, আজকে বিকেলে আমি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করার জন্য। সেখান থেকে সন্ধ্যার পর এসেছি।
“আমি আসলে বাসা ছেড়ে পালাবো না। আমি জানি অনেকেই বাসা ছেড়ে অন্য কোথাও আছেন। আমি জীবনেও বাসা ছেড়ে অন্য কোথাও থাকিনি আমার বাবাকেও আমি পালাতে দেখিনি। তাই আমিও পালাবো না। আমি বাসায় ৮৬ বছরের মাকে নিয়ে একাই থাকি।”