০৩ আগস্ট ২০২৪, ০১:১২
অনির্দিষ্টকালের জন্য সকল কার্যক্রম বন্ধ করল টেন মিনিট স্কুল
অনির্দিষ্টকালের জন্য সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস বন্ধ ঘোষণা করেছে শিক্ষাভিত্তিক জনপ্রিয় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল। শনিবার (৩ আগস্ট) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেয় তারা।
পোস্টে লিখেন, ‘টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস আজ (৩ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে’।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকারীদের কর্মসূচিতে একাত্মতা জানিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজের প্রোফাইলের লাল ছবি যুক্ত করে প্রতিষ্ঠানটি। আন্দোলনকারীদের ঘোষিত ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’ কর্মসূচিতেও অংশ নিয়েছেন তারা।