শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে স্ট্যাটাস আহমাদুল্লাহর

শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে স্ট্যাটাস আহমাদুল্লাহর
শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে স্ট্যাটাস আহমাদুল্লাহর  © সংগৃহীত

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনার নিন্দা জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বুধবার (৩১ জুলাই) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নিন্দা জানান।

এতে তিনি লেখেন, ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নেয়া একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব, ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না। তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে।

এই রকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে ছয়দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এই ঘটনার নিন্দা জানাই।

অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেফতারকৃত সকল শিক্ষক-শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে মুক্তি দিন।


সর্বশেষ সংবাদ