ছয়দিন বন্ধ ট্রেনের টিকিটের টাকা ফেরত পাচ্ছেন যাত্রীরা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ থাকা ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। গত ১৯ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে ২৪ জুলাই পর্যন্ত ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। যাদের টিকিট অনলাইন থেকে কেনা হয়েছে, তারা অনলাইনে এবং যারা কাউন্টার থেকে কিনেছেন, তাদের কাউন্টারের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হচ্ছে। আন্তঃদেশীর কাউন্টার থেকে ফেরত দেওয়া হচ্ছে এ ধরনের ট্রেনের টিকিটের টাকা।
আরো পড়ুন: ঢাকার রাস্তায় ‘ইউএন’ লেখা সেনাবাহিনীর সাঁজোয়া যান, যা বলছে জাতিসংঘ
বৃহস্পতিবার রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানান, ট্রেন না চলায় টিকিট রিফান্ড করতে হচ্ছে। এটা বড় ক্ষতি। ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি টিকিট রিফান্ড করা হয়েছে। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলওয়ের ক্ষতি হয়েছে ২২ কোটি ৩ লাখ ৮ হাজার টাকা।