এমন জীবন গড়ো, যাতে মৃত্যুর পর মানুষ মনে রাখে— রেসিডেন্সিয়ালের ফাইয়াজ
চলমান কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ। মাত্র ১৭ বছরের এই টগবগে তরুণের মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার, আত্মীয়স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা। হত্যার বিচার চাইতে গিয়ে নিজেই হারালেন প্রাণ।
নিহত ফারহানের ফেসবুকে লিখেছিলেন, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তবে এমন জীবন গড়ো, যাতে মৃত্যুর পর মানুষ তোমাকে মনে রাখে। ফেসবুকে নিজের সম্পর্কে সংক্ষেপে (বায়ো) কোনো মন্তব্য বা বক্তব্য উল্লেখ করা যায়, সেখানে ফারহান এই কথা লিখেছিলেন।
গত বুধবার রাজধানীর ধানমন্ডি ২৭-এ পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের ত্রিমুখী সংঘর্ষে নিভে যায় ফারহানের জীবনপ্রদীপ। ফারহানকে রাজধানীর সংকরের সিটি হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি বলেন, ফারহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের হাসপাতালে প্রায় ২০০ জন চিকিৎসা নিয়েছেন। যাদের অধিকাংশই শিক্ষার্থী।