১৮ জুলাই ২০২৪, ০৯:৩৪

রাজধানীর সড়কে গণপরিবহন কম, অফিসগামী মানুষের ভোগান্তি

রাজধানীর ব্যস্ততম মোড় হাতিরঝিল সিগন্যাল সকাল ৯টার দিকে ছিল অনেকটাই ফাঁকা  © টিডিসি ফটো

রাজধানীর মৌচাক এলাকায় অফিসে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তিনজন। তবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি। মাঝেমধ্যে দু’একটি বাস এলেও তাতে দাঁড়ানোরও জায়গা ছিল না। এরমধ্যে একজন জানতে চাইলেন, গাড়ি কম কেন? এ সময় আরেকজনের জবাব, ছাত্রদের আন্দোলনের কারণে বাস কম। পরে একজন রিকশায়, আরেকজন রাইড শেয়ারিংয়ে চলে যান গন্তব্যে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারাদেশে পালন করছেন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন। এ কারণে সড়কে বাস কম থাকায় অফিসগামী মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। মেট্রোরেলের রুটগুলোতে প্রচুর মানুষকে যাতায়াত করতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, বাংলামোটর, মৌচাক এলাকা ঘুরে দেখা, সড়কের মোড়ে মোড়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। অনেকে হেঁটে যাচ্ছেন তাদের গন্তব্যে। সড়কে দেখা গেছে, রিকশা, অটোরিকশা এবং রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের আধিপত্য।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী জানান, তিনি প্রায় আধা ঘণ্টা ধরে বাসের অপেক্ষায় ছিলেন। মাঝেমধ্যে দু’একটি এলেও ওঠার জায়গা ছিল না। পরে দ্বিগুন ভাড়া দিয়ে গন্তব্যে যান তিনি।

জানা গেছে, নিরাপদ ক্যাম্পাস,  শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ওপর পুলিশ, বিজিবি, র‍্যাবের হামলা, খুনের প্রতিবাদ ও বিচার এবং এক দফা দাবিতে  ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র নেতারা।

আরো পড়ুন: আজ সারাদেশে কোটা আন্দোলকারীদের ‘কমপ্লিট শাটডাউন’

বুধবার (১৭ জুলাই) রাতে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা আগে কয়েক দফায় ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন। সে সময় তারা শুধু সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখান। 

এর আগে জাতির উদ্দেশ্যে এক ভাষণে সরকারি চাকরিতে কোটা সংস্কারের ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ আদালতের রায় আসা না পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, তারা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন। হতাশ হওয়ার কারণ নেই। শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তেরও ঘোষণা দেন তিনি।