প্রায় ৬ ঘণ্টা পর রেলপথ চালু
প্রায় ছয় ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল চলাচল চালু হয়েছে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা পদ্ধতি নিয়ে আপিল বিভাগের রায় প্রত্যাখ্যান করে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির চালিয়ে যাচ্ছে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনের অংশ হিসেবে বুধবার দুপুর পৌনে ১২টা থেকে রাজধানীর কারওয়ান বাজার ও মহাখালীর আমতলীতে রেললাইন অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে রেল চলাচল চালু হয়।
এদিকে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় রেলের শিডিউল বিপর্যয় দেখা দেয়। এতে স্টেশনে থাকা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। রেলওয়ে সূত্র জানিয়েছে, শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রা বাতিল করা হওয়া ট্রেনের যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হবে।
কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থার প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। তাদের দাবি, সরকারের নির্বাহী বিভাগ থেকে তাদের সুস্পষ্ট তথ্য প্রদান করতে হবে। তা না হলে তারা রাজপথ ছাড়বেন না।