০৮ জুলাই ২০২৪, ১৮:২৫

সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ থাকবে ফার্মগেট মোড়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট

সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ থাকবে ফার্মগেট মোড়, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট
  © টিডিসি ফটো

সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা পুনর্বহালের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা ৬টার দিকে ফার্মগেট থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের একজন সারজিস আলম এ কথা জানান।

এর আগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে চারটায় শাহবাগ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে বাংলামোটর ও কারওয়ান বাজার হয়ে ফার্মগেট অবরোধ করে তারা।

এদিকে ফার্মগেট ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাহির পথ বন্ধ রাখায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বর্তামনে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সেখানে যাতায়াত করা যাত্রীরা।

এ অবস্থায় সন্ধ্যায় ৬টার দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসলে তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানায়।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা অন্তত আরও এক ঘণ্টা ফার্মগেট অবরোধ রাখবো। সন্ধ্যা ৭টায় প্রথমে ফার্মগেট তারপর কারওয়ান বাজার এবং তারপর বাংলা মোটর থেকে সবাই শাহবাগে সমবেত হবো।