০৮ জুলাই ২০২৪, ১৬:২০

‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে অবরোধ শাহবাগ-সায়েন্সল্যাব মোড়, যান চলাচল বন্ধ

শাহবাগ মোড়ে অবস্থান  © টিডিসি ফটো

সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা৷

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সোমবার (৮ জুলাই) বিকেলে ৩টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনরত ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। এদিকে, বিকেল ৪টার পর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে৷ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমরা সরকারি চাকরিতে বৈষম্য চাই না৷ সাংবিধানিকভাবে সবার সমান অধিকার নিশ্চিত চাই।

এর আগে গতকাল রবিবার (৭ জুলাই) শাহবাগসহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টে টানা চার ঘণ্টা অবরোধের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। তাতে জানানো হয়, আজ সোমবারও বিকেল সাড়ে ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।