০৮ জুলাই ২০২৪, ১১:১০

স্মার্ট বাংলাদেশ লোগো তৈরি করে ৫ লাখ টাকা জেতার সুযোগ 

সচিবালয়  © ফাইল ছবি

স্মার্ট বাংলাদেশ লোগো ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার। এর মাধ্যমে নির্বাচিত সেরা লোগোর জন্য থাকবে ৫ লাখ টাকার পুরস্কার। বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগামী ১৫ জুলাই রাত ১২টা পর্যন্ত লোগো পাঠানো যাবে। এ জন্য আগ্রহী ও সৃজনশীল শিল্পীদের কাছ থেকে লোগো আহবান করে বলা হয়েছে, লোগোটি মৌলিক হতে হবে। লোগো তৈরির যৌক্তিকতা ১০০ শব্দের মধ্যে ব্যাখ্যা করতে হবে। লোগোটি সর্বোচ্চ ১ মেগাবাইটের মধ্যে JPEG/PNG ফরমেটে তৈরি করতে হবে।

আরো পড়ুন: চাঁদাবাজিতে জড়িতরাই চাঁদাবাজি বন্ধের দ্বায়িত্ব পায়: যাত্রী কল্যাণ সমিতি

লোগোটি ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে আপলোড করতে হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কপিরাইট আইনের বিধান অনুসরণ করতে হবে। প্রতিযোগিতায় জমা দেওয়া লোগো অন্যত্র ব্যবহার করা যাবে না। চূড়ান্তভাবে বিজয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।