০৮ জুলাই ২০২৪, ০৯:৪৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫  © সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই পুরুষ। তাদের বয়স আনুমানিক ১৮ থেকে ২৫ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) সকালে উপজেলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বলছেন, ঢাকাগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা ছিন্ন-বিচ্ছিন্ন ৫টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে খবর দেয়া হলে তারা মরদেহগুলো উদ্ধার করে। তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। 
 
এদিকে স্থানীয়রাও নিশ্চিত করতে পারেননি নিহতরা এই এলাকার বাসিন্দা কিনা। তবে তারা ধারণা করছেন, সকালের দিকে তারা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। আর পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত সবাই ট্রেনের যাত্রী ছিলেন।