শিশুদের জন্য জাতীয় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ২০২৪
জাতীয়ভাবে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৪ আয়োজন করেছেন কন্টেন্ট ক্রিয়েটর ‘গো উইথ আশরাফুল আলম’, সহযোগিতায় থাকছে প্রিমিয়াম আতর ও পারফিউম এর বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘ওয়াজিহ্’।
উক্ত প্রতিযোগিতায় ১ম পুরষ্কার : ২০ হাজার টাকা, ২য় পুরস্কার : ১৫ হাজার টাকা, ৩য় পুরষ্কারঃ ১০ হাজার টাকা, ৪র্থ থেকে ১০তমঃ ইসলামিক বই (সবার জন্য অংশগ্রহন সার্টিফিকেট)।
অংশগ্রহণের নিয়ম ও শর্তাবলী:
* অংশগ্রহণকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
* বয়সসীমা : সর্বোচ্চ ১০ বছর (১০ জুন, ২০২৪ তারিখে)।
* ৩-৬ মিনিটের ভিডিও পাঠাতে হবে। এর থেকে কম বা বেশি সময়ের ভিডিও গ্রহণযোগ্য হবেনা।
* মোবাইল ফোনের মাধ্যমে হরাইজন্টালি (আনুভূমিকভাবে) ভিডিও করতে হবে।
* সম্পূর্ণ নতুন ধারনকৃত ভিডিও পাঠাতে হবে এবং চেহারা স্পষ্ট দেখা যেতে হবে।
* ভিডিওর শুরুতে প্রতিযোগির নাম, তিলাওয়াত করা সুরার নাম অথবা আয়াত উল্লেখ করতে হবে।
* ছেলে এবং মেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবে।
ভিডিওর শুরুতে প্রতিযোগির নাম, তিলাওয়াত করা সুরার নাম অথবা আয়াত উল্লেখ করতে হবে। ছেলে এবং মেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবে।
ভিডিও পাঠানোর নিয়ম: ভিডিও রেকর্ড করে নাম, ঠিকানা, বয়স ও মোবাইল নাম্বার লিখে আমাদের হোয়াটসঅ্যাপ/ভাইবার/ইমো +88-01609040541 নাম্বারে পাঠাতে হবে।