কোরবানির মাংস গলায় আটকে প্রাণ গেলো যুবকের

যুবকের মৃত্যু
যুবকের মৃত্যু  © সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় মাংস আটকে ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে তার মৃত্যু হয়।

ইমরান হোসেন বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের আবুল কাসেমের ছেলে ।

স্থানীয় বাসিন্দা রিপন হোসেন বলেন, বিকেলে নিজ বাড়িতে কোরবানির গরুর মাংস খাওয়ার সময় ইমরানের গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক ডা. সৌরভ শিকদার জানান, মৃত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর তার পরিবারের সদস্যরা জানায়, গরুর মাংস খাওয়ার সময় তার শ্বাসনালিতে আটকে যায়। তবে মরদেহ ময়নাতদন্ত করা হলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন বলেন, গলায় মাংস আটকে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ সংবাদ