১৫ জুন ২০২৪, ১৮:২৫

মোটরসাইকেল চালককে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস

মোটরসাইকেল দুর্ঘটনা  © সংগৃহীত

রাজধানীর বনানীতে বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে বনানী ২৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বাসটি কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি বলেন, প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স ৫০ থেকে ৫৫ এর মধ্যে। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।