১৪ জুন ২০২৪, ১৮:১৪
ব্যাগ টানাটানি করছে কুকুর তা দেখে পথচারীর ফোন জরুরি সেবায়, যা পাওয়া গেল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ব্যাগ কুকুর টানাটানি করছিল। সে ব্যাগ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে জাতীয় জরুরি সেবা-৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
পুলিশ বলছে, কে বা কারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ব্যাগে করে এক নবজাতকের মরদেহ ফেলে যান। ব্যাগটি কুকুর টানাটানি করছিল। তখন এক ব্যক্তি দেখে জাতীয় জরুরি সেবায় ফোন করেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা খবর পান যে হাসপাতালের জরুরি বিভাগের ফটকের বিপরীত পাশে ফুটপাতে ময়লা আবর্জনার ওপর থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেই ব্যাগের ভেতর থেকে নবজাতকের (মেয়ে) মরদেহ পাওয়া যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, কে বা কারা নবজাতককে এভাবে ফেলে গেলেন, তা শনাক্তের চেষ্টা চলছে।