এশিয়াটিক সোসাইটিতে ‘ড. হারুন-অর-রশিদ গোল্ড মেডেল’ প্রবর্তন
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ড. হারুন-অর-রশিদ গোল্ড মেডেল প্রবর্তন এর শুভ সূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) বিকেল ৩টায় গোল্ড মেডেল প্রদান সংক্রান্ত ড. হারুন-অর-রশিদ ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা হয়।
বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, বাঙালির স্বতন্ত্র জাতিসত্তা এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি বিষয়ক গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন এবং সংশ্লিষ্ট বিষয়ে মৌলিক শ্রেষ্ঠ গবেষণা-গ্রন্থ রচনার জন্য এই মেডেল প্রদান করা হবে বলে জানা গেছে। চলতি বছর থেকেই এর কার্যক্রম শুরু হবে।
ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বর্তমানে এশিয়াটিক সোসাইটির সভাপতি দেশের বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, কৃতী গবেষক ড. হারুন-অর-রশিদ, এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ কাউন্সিল সদস্যবর্গ ও অন্যানারা উপস্থিত ছিলেন।