ঝড়ে উপড়ে পড়া গাছের চাপায় ৩ জনের মৃত্যু
রাজশাহীর বাঘায় ঝড়ের সময় উপড়ে পড়া বটগাছের চাপায় ২ জন নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫) ও মো. সেন্টু (৪০),। এতে আহত হয়েছেন ৪ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বাঘা উপজেলার পাঁচপাড়া রাজার মোড়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন বেশ কয়েকজন। এর কিছুক্ষণপর হঠাৎ গ্রামের পুরোনো পাকুড় গাছটি উপরে পড়ে দোকানের ওপর। এতে ঘটনাস্থলেই গাছের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে গাছের নিচে চাপা পড়া অবস্থায় ৪ থেকে ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত হয়েছেন একই গ্রামের মুকুল (৩৫), রুবেল (৪০), শাহারুল (৪০) ও আজগর আলী (২০)। তাদের সবার বাড়ি চকবাউসা গ্রামে।