মেট্রোরেলে শিক্ষার্থীদের জন্য হাফ পাসসহ ৩ দাবিতে বাম জোটের কর্মসূচি ঘোষণা
মেট্রোরেলের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একইসঙ্গে ভাড়ায় ভ্যাট যুক্ত করার নীতি থেকে সরে আসা ও শিক্ষার্থীদের জন্য হাফ পাস দেওয়ার আহ্বান জানিয়েছে জোটটি। রবিবার (২ জুন) মতিঝিল মেট্রোরেল স্টেশনে জোটের ঢাকা মহানগর শাখার পথসভা ও প্রচারপত্র বিলি কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।
পথসভায় বক্তব্য দেন মহানগর সমন্বয়ক তৈমুর খান অপু, সাইফুল ইসলাম সমীর, খালেকুজ্জামান লিপন, আনোয়ার হোসেন, সীমা দত্ত, তৌশিন সাদিয়া তাসনিম, মঞ্জুর মঈন, ইকবাল কবীর, রোমান তালুকদার প্রমুখ।
আরও পড়ুন: বঞ্চিত আশুলিয়াবাসী, টঙ্গী পর্যন্ত বর্ধিত হবে মেট্রোরেল
পথসভায় একই দাবিতে বাম জোট মহানগরের কর্মসূচি ঘোষণা হয়। আগামী ৪ জুন বিকেল ৪টায় কারওয়ানবাজার, ৬ জুন বেলা ১১টায় ফার্মগেট এবং ৮ জুন বিকেল ৪টায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে প্রচারণা ও পথসভা হবে।
এ ছাড়া ১০ জুন বেলা ১১টায় আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা করা হয়।