খালেদা জিয়াকে ফল উপহার পাঠাল জামায়াত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ মে ২০২৪, ১১:৫৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপহার স্বরূপ মৌসুমী ফল আম ও লিচু পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৭ মে) রাত ৯ টার দিকে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাতে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে— জামায়াতের আমীর শফিকুর রহমানের পক্ষে ফলগুলো নিয়ে আসেন তার প্রতিনিধি গোলাম মাওলা।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহারের আম ও লিচু গ্রহন করেন চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, রিয়াজ উদ্দিন নসু ও মেহেদী।