ভোটকেন্দ্রে আনসারের দায়িত্বে ৮ম শ্রেণির ছাত্র
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ম শ্রেণির এক স্কুলছাত্রকে আনসারের পোষাক পরে নির্বাচনে ডিউটি করতে দেখা গেছে। ওই ছাত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, সে চাচা আলামিনের পরিবর্তে নির্বাচনে আনসারের ডিউটি করতে এসেছে। তবে এরমধ্যে প্রশ্ন উঠেছে, অপ্রাপ্তবয়স্ক ও ভোটার নয় এমন শিক্ষার্থী কীভাবে নির্বাচনের ভোট কেন্দ্রে আনসারের দায়িত্ব পালন করছে?
মঙ্গলবার (২১ মে) সকাল ৯টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, হোসাইন (১৪) নামে এক কিশোর আনসারের পোশাক পড়ে নির্বাচনের ডিউটি করছেন।
হোসাইনের সাথে কথা বলে জানা যায়, তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামে। তার বাবা জয়নাল আবেদীন আনসারের ইউনিয়ন কমান্ডার।
হোসাইন পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। ভর্তি রোল নাম্বার ৭৮। চাচা অসুস্থ থাকায় তার পরিবর্তে সে ডিউটিতে এসেছেন।
উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আহসান কবির বলেন, ওই শিশু কীভাবে নির্বাচন ডিউটিতে এসেছে তা আমি বলতে পারবো না। এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলতে পারবেন।
এই কেন্দ্র দায়িত্বরত প্লাটুন কমান্ডার (পিসি) মো. ইকবাল হোসেন বলেন, আনসারের তালিকায় হোসাইনের নাম নেই। চাচা অসুস্থ থাকায় কোন লোক না পাওয়ায় তাকে আনা হয়েছে।
এদিন সকাল থেকে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। ১৫৬টি উপজেলায় ভোটকেন্দ্রের সংখ্যা ১৩ হাজার ১৬টি। এই ধাপের মোট ভোটার ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ৭৪৮ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৪৬৪ জন। নারী ভোটার ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৪৭ জন ও হিজড়া ভোটার রয়েছেন ২৩৭ জন।
এর আগে, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে। সেই ধাপে ভোট পড়েছিল ৩৬ দশমিক ১ শতাংশ। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোট হবে।