১৮ মে ২০২৪, ২১:১৭

যে কারণে ডিবি কার্যালয়ে মামুনুল হক

মাওলানা মামুনুল হক  © সংগৃহীত

ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে এসেছিলেন হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। জানা গেছে, তার ব্যক্তিগত মোবাইল ফোন নেয়ার জন্য ডিবি কার্যালয়ে এসেছিলেন তিনি। 

শনিবার (১৮ মে) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান। মামুনুল হক প্রায় আড়াই ঘণ্টা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ছিলেন। পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে যান।

মামুনুল হক বলেন, আমাকে ডিবি ডাকেনি এবং মামলা সংক্রান্ত কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি। আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল তখন মামলার আলামত হিসেবে আমার মোবাইল ফোনটি জব্দ করা হয়েছিল। সেই মোবাইল ফোনটি নিতে আমি আজ ডিবি কার্যালয়ে এসেছিলাম। 

তবে মোবাইল ফোনটি ফিরে পেয়েছেন কি-না এই সংক্রান্ত প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে প্রাইভেটকারে ডিবি কার্যালয় ত্যাগ করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঘটনার ১৫ দিন পর ১৮ এপ্রিল ওই মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে গত ৩ মে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।