‘সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর ক্লিনিক্যাল রিসার্চ টিম ‘সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম’ হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।
১৫ মে বুধবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কার্ডিওলজি কনফারেন্স Euro PCR এ CERC আনুষ্ঠানিকভাবে এই টিমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিক এর হাতে সম্মাননা প্রদান করে। বিশ্বের আরও কয়েকটি দেশের সাথে এশিয়া মহাদেশের মধ্যে শুধু বাংলাদেশই এই সম্মাননা পেয়েছে। হৃদ্রোগ চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এ ধরনের অর্জন বাংলাদেশের জন্য বিরাট সম্মান ও গৌরবের বিষয়।
CERC (ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার) বিশ্বের অন্যতম ইউরোপভিত্তিক একটি বহুজাতিক গবেষণা সংস্থা।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ একটি অলাভজনক, সেবামূলক, সরকারি সাহায্যপুষ্ট প্রতিষ্ঠান। ১৯৭৮ সালে বাংলাদেশের হৃদরোগ চিকিৎসার পথিকৃত জাতীয় অধ্যাপক ব্রিগে. (অব.) আব্দুল মালিক এই ফাউন্ডেশন গঠন করেন। গত ৪৬ বছর যাবত বাংলাদেশে হৃদরোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, গবেষণা ও চিকিৎসায় এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে।