০৫ মে ২০২৪, ০৯:০২

মাদ্রাসায় যাওয়ার পথে হিট স্ট্রোকে শিক্ষকের মৃত্যু

জানাজায় মানুষ ও ইনসেটে মাওলানা ছালামত উল্লাহ  © সংগৃহীত

কক্সবাজারে মাদ্রাসায় যাওয়ার পথে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষকের মৃত্যু হয়।

নিহত শিক্ষকের নাম মাওলানা ছালামত উল্লাহ। তিনি রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ। মাওলানা ছালামত উল্লাহ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির বাসিন্দা। তিনি কক্সবাজারের কলাতলী এলাকার নুর আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মাদ্রাসায় যাওয়ায় পথে রামু চৌমুহনী স্টেশনে হিট স্ট্রোকে আক্রান্ত হন মাওলানা ছালামত। পরে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।