শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী  © ফাইল ছবি

শিক্ষকের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ শনিবার (৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণি পর্যন্ত পার করেছে, তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন ঝরে না পড়ে, সেটা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 

এতে মো. রিজয় রহমান নামে একজন মন্তব্য করেছেন, পঞ্চম শ্রেণির পরে কেউ ঝরে পড়ে না। ঝরে পড়ে স্কুল থেকে কলেজে ওঠার সময় আর কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়।

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার পক্ষে ৮৮ শতাংশ ভোট

আসাদুজ্জামান আসাদের ভাষ্য, ‘মাননীয় মন্ত্রী, দয়া করে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা নিয়ে একটু কাজ করুন। এমপিওভুক্ত শিক্ষক পরিবার খুব কষ্টে দিনাতিপাত করছে।’


সর্বশেষ সংবাদ