০২ মে ২০২৪, ২২:০২

মামুনুল হকের কারামুক্তি যেকোনো সময়

মামুনুল হকের কারামুক্তি যেকোনো সময়
মাওলানা মামুনুল হক  © ফাইল ছবি

তিন বছর কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার (২ মে) জামিনের যেকোনো মুহূর্তে তিনি কারামুক্ত হবেন। সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামবাদী মামুনুল হকের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুল হক বলেন, মামুনুল হকের জামিনের সব কাগজপত্র কারাগারে পৌঁছেছে। এ সংবাদ আমরা জানি। এখন কারামুক্তির অপেক্ষায় আছেন। এখনও কারামুক্তি পাননি।

এদিকে, মামুনুন হক আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার খবরে কাশিমপুর কারাগারের সামনে ভিড় শুরু করেন হাজারও মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ।

এর আগে, ২০২১ সালের ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

পরে ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক।

এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়েছে। পরে সেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর থেকে এসব মামলায় তিনি কারাগারে আছেন। অর্থাৎ ২০২১ সালের ১৮ গ্রেপ্তার হওয়ার পর থেকে এখন পর্যন্ত কারাগারেই ছিলেন মামুনুল হক।