হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  © সংগৃহীত

রাজবাড়ী জেলার গোয়ালন্দে হিট স্ট্রোকে মো. নুর ইসলাম (৭৫) নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মারা যান তিনি। তিনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। 

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙ্গিনায় মাটিতে লুটিয়ে পড়েন নুর ইসলাম। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রথমে তাঁর মাথায় পানি ঢালেন। অবস্থা আরো খারাপ হলে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. রোকনুজ্জামান হিট স্ট্রোকে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গরমে অচেতন হয়ে মঙ্গলবার রাজধানীতে মৃত্যু হয় এক চাকরিজীবীর। সোমবার বিকেলে ঢামেক এলাকায় নার্সিং কলেজের পেছনে মারা যান আউয়াল নামের একজন রিকশাচালক।

 

সর্বশেষ সংবাদ