কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ডিবির তলব
সার্টিফিকেট বাণিজ্যচক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনকে। তবে এবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খানকে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তলব করেছে। গোয়েন্দা পুলিশ বলছে, তথ্য-উপাত্ত পেলে তাকে গ্রেপ্তারও করা হতে পারে।
সোমবার (২২ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, গতকাল চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করা হয়েছে। মঙ্গলবার তাকে ডিবি অফিসে ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে। এতে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে। এছাড়া এ ঘটনায় যাদের নাম এসেছে পর্যায়ক্রমে সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গত ১ এপ্রিল সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানের দেওয়া তথ্যমতে বোর্ড চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভীনের নাম সামনে আসে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২০ এপ্রিল) সেহেলা পারভীনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২১ এপ্রিল) বিকেলে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাইলে তার দুইদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন: স্ত্রীকে গ্রেপ্তারের পর ওএসডি কারিগরির চেয়ারম্যান, দায়িত্বে অন্য কর্মকর্তা
এদিকে, আলী আকবর খানের ওএসডির আদেশ আসতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মন্ত্রী জানিয়েছিলেন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে ওএসডি করে অধিদপ্তরে ন্যস্ত করা হবে। তার স্থলে কারিগরি বোর্ডেরই আরেক কর্মকর্তা অধ্যাপক মো. মামুন উল হককে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে।