২১ এপ্রিল ২০২৪, ০৯:৩৮

মেডিকেলে চান্সপ্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মেডিলজি

সংবর্ধনা অনুষ্ঠান  © সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া দেড় হাজারের বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মেডিলজি। শনিবার (২০ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বর্নিল আয়োজনের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

'লেট ইউর সাকসেস বি ইউর নয়েজ' ( Let Your Success Be Your Noise) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিলজির প্রতিষ্ঠাতা মো. হাফিজ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসপেক্ট সিরিজের প্রধান উপদেষ্টা মো. হোসেন আলী।

প্রসঙ্গত, ডাক্তার হবার স্বপ্ন দেখা তরুণ-তরুণীদের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সারথি হিসেবে কাজ করে যাচ্ছে মেডিলজি। মেডিকেল ভর্তিযুদ্ধে তুমুল প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে শিক্ষার্থীদের পরিশ্রমের পাশাপাশি  সঠিক দিক নির্দেশনা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। মেডিলজির এই গ্রান্ড সেলিব্রেশন অনুষ্ঠানে  অংশ নেওয়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, মেডেলসহ ৫০ লাখ টাকার বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।