সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের থাবায় প্রাণ হারালেন বাচ্চু
সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে বাংলাদেশি নাগরিক মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকীর বিপরীতে সুন্দরবনের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।
নিহত মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।
সুন্দরবন পশ্চিম-জোনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, মৌয়াল মনিরুজ্জামান বৈধ পাস নিয়ে চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকার বিপরীতে সুন্দরবনের ভারতীয় অংশে মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে।
মনিরুজ্জামানের সহকর্মীরা লাঠি-সোঁটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নিলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।