বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেপ্তার
রাজধানীর বিমানবন্দর এলাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে বাউন্ডারি ভেঙে বাস ঢুকে সিভিল এভিয়েশনের সিনিয়র এক প্রকৌশলী নিহতের ঘটনায় রাইদা পরিবহনের ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হাসান মাহমুদ হিমেল বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের হারুন অর রশিদ আকনের ছেলে।
শনিবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে র্যাব-১ ও র্যাব-৮ যৌথভাবে অভিযান চালিয়ে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাব-৮ এর ও র্যাব-১ এর একাধিক কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা যায়।
আরও পড়ুন: বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রকৌশলী নিহত
এর আগে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাইদা পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা বাউন্ডারি ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সিভিল অ্যাভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। তার মোটরসাইকেলটি রাইদা পরিবহণের নিচে চাপা পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।