২০ এপ্রিল ২০২৪, ০৯:৩৬

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বৃদ্ধির দাবি, দুই মন্ত্রণালয় থেকে যা জানা গেল

তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি উঠেছে  © সংগৃহীত

সারাদেশে তীব্র তাপপ্রবাহের কারণে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও সাত দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। তবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি দুই মন্ত্রণালয়। ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও কম বলে জানা গেছে।

এ বিষয়ে আজ শনিবার (২০ এপ্রিল) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ছুটির বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত আসার সম্ভাবনাও কম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনও একই কথা জানান। তিনি বলেন, এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার (১৯ এপ্রিল) অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছুটি বৃদ্ধির দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করছে প্রশাসন। 

আরো পড়ুন: তীব্র দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও ৭ দিন বাড়ানোর দাবি

এর মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে বলে মত সংগঠনটির। এমন পরিস্থিতিতে দেশের সব স্কুল-কলেজ-মাদ্রাসা সাত দিনের জন্য শ্রেণি শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার দাবি জানিয়েছে তারা। আগামীকাল রোববার (২১ এপ্রিল) থেকে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান শুরু হবে।