১৮ এপ্রিল ২০২৪, ২১:৫৯

ফুটবল খেলতে রাজবাড়ী যাচ্ছেন ব্যারিস্টার সুমন

খেলার মাঠে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন  © ফেসবুক থেকে নেয়া

রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ৩টায় উপজেলার বহরপুর  রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

বিএনবিএস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি বহরপুরের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচটিতে ব্যারিস্টার সুমন একাডেমী বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।

বিএনবিএস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলামের (সাহিদ) সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জানিয়েছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ব্যারিস্টার সুমন একাডেমীর হয়ে ফুটবল খেলবেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ।

বিএনবিএস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আগামীকাল বিকেল ৩টায় ঐতিহ্যেবাহী বহরপুর রেলওয়ে মাঠে ফুটবল খেলতে আসবে। এই প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করবে। আমরা ইতোমধ্যেই খেলার মাঠটি প্রস্তুত করেছি। কাল রাজবাড়ী জেলা ও জেলার বাইরে থেকে কয়েক হাজার দর্শক ফুটবল খেলা দেখতে আসবে। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।

রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম বলেন, শুক্রবার বহরপুর রেলওয়ে মাঠে ব্যারিস্টার সুমন তার একাডেমি নিয়ে ফুটবল খেলতে আসবে। এ খেলায় হাজার হাজার দর্শক হবে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। খেলার মাঠসহ আশপাশের এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।