১৫ এপ্রিল ২০২৪, ০৮:৩২

টানা পাঁচদিন বন্ধের পর আজ খুলছে ব্যাংক, চালু হবে লেনদেন

  © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে পাঁচ দিনের লম্বা ছুটি কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে ব্যাংক, বিমা, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও অফিস-আদালত। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ব্যাংক খুললে লেনদেন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

জানা গেছে, আজ খুলছে দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, সোমবার থেকে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এবং সিএসইর ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ঈদ উপলক্ষে তিনদিন- বুধ, বৃহস্পতি ও শুক্রবার সরকারি ছুটি ছিল। ঈদের পর ১৩ এপ্রিল শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। আর গতকাল রোববার ছিল পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ উপলক্ষে ছুটি। এভাবে ১০ থেকে ১৪ এপ্রিল টানা পাঁচ দিনের ছুটিতে ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ ছিল। তবে অনলাইনে ব্যাংকিং কার্যক্রম, এটিএম থেকে টাকা উত্তোলন, সিআরএমে টাকা জমা ইত্যাদি সেবা অব্যাহত ছিল।