বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
বরিশালের বানারীপাড়ায় মামার শ্বশুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্রী শান্তা ইসলামের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেলুয়া নদীর মরিচবুনিয়া এলাকায় তার মরদেহ ভেসে উঠে বলে জানিয়েছেন বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত।
এর আগে শনিবার বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার মেয়ে শান্তা ইসলাম (১৮)। তিনি মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, উপজেলার মরিচবুনিয়া গ্রামে ওই তরুণীর মামার শ্বশুর বাড়ি। সেখানে বেড়াতে এসে তিনি নদীতে গোসল করতে যান। সাঁতার না জানায় স্রোতে তলিয়ে নিখোঁজ হন। রবিবার বেলা ১০টার দিকে ঘটনাস্থল থেকে ২০০ ফুট দূরত্বে তার লাশ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
আরও পড়ুন: সপ্তাহে দুদিন ছুটিতে নিয়োগ দিচ্ছে সূর্যের হাসি নেটওয়ার্ক
ইউপি চেয়ারম্যান বলেন, শান্তার মরদেহ ঢাকা নিয়ে যাওয়া হবে। পরে বনানীতে তার দাদীর কবরে পাশে তাকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে।
বরিশাল সদর নৌ-ফায়ার স্টেশনের ডুবুরি মো. রাব্বি শেখ জানান, তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই মরদেহ ভেসে উঠে। তখন তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।