১৩ এপ্রিল ২০২৪, ১১:৪৭

মুঠোফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

যশোর  © সংগৃহীত

ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে যশোরের অভয়নগরে। শুক্রবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার নওয়াপাড়া গ্রামের মহাশ্মশান এলাকার রেললাইনে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিতোষ বিশ্বাস এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে খুলনা রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত ব্যক্তির নাম শহিদ মোল্যা (৪৮)। তিনি নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের ইশারত মোল্যার ছেলে। তিনি এমভি নয়ন শোভন-১ জাহাজে বাবুর্চির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে শহিদ মোল্যা উপজেলার নওয়াপাড়া গ্রামের মহাশ্মশান এলাকায় রেললাইনের ওপর বসে মুঠোফোনে কথা বলছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শহিদ মোল্যার চাচাতো ভাই সোহেল মোল্যা জানান, শহিদ মোল্যা অনেক দিন ধরে এমভি নয়ন শোভন-১ জাহাজে বাবুর্চির কাজ করতেন। জাহাজটি বর্তমানে নওয়াপাড়ায় ভৈরব নদে অবস্থান করছে। এ জন্য শহিদ মোল্যা নওয়াপাড়া এলাকায় ছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, তাঁর ভাই শহিদ মোল্যা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।