০৯ এপ্রিল ২০২৪, ২৩:২২

মেট্রোরেলের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কা

মেট্রোরেলের পিলারে যাত্রীবাহী বাসের ধাক্কা  © সংগৃহীত

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। সড়ক ফাঁকা পেয়ে আরেকটি বাসের সঙ্গে প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে বাস ধাক্কা খেয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

মঙ্গলবার (০৯ এপ্রিল) বেলা পৌনে একটার দিকে সেফটি পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৭০১৬) ৩৫৯ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটেছে। এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, বাসের চালক ছিল একজন কিশোর। ফাঁকা রাস্তা পেয়ে সে বাসটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। দ্রুতগতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

কাফরুল থানার এসআই আব্দুর রশিদ জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। বাসের চালক এবং হেলপার পালিয়ে গেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে গাড়ির কাগজপত্রসহ চালক এবং হেলপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।