দয়া করে সামান্য ধৈর্য্য ধরুন: বেনজির
অবৈধ অর্থ আয় ও নামে বেনামে অঢেল সম্পদ নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবরে মুখ খুলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। মঙ্গলবার নিজের ফেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, তার বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো নিয়ে তিনি অবস্থান পরিষ্কার করবেন।
বেনজীর আহমেদের বিষয়ে উঠে আসা তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা করছেন নেটিজেনরা।
ফেসবুক পোস্টে লিখেন, ‘দুএকজন অনেক ক্ষিপ্ত, খুবই উত্তেজিত হয়ে এখনই সম্পাদকীয়, উপসম্পাদকীয়, প্রবন্ধ লিখে ফেলছেন। দয়া করে সামান্য ধৈর্য্য ধরুন। ঘোষণাই তো আছে ‘কুৎসার কিসসা আভি ভি বাকি হ্যায়’।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।