৩০ মার্চ ২০২৪, ১৩:৪৩

রাজধানীসহ ৪ বিভাগে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

রাজধানীসহ ৪ বিভাগে বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
  © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী ৫ দিনে সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় এমন আবহাওয়ার আভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছেন ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি জানান, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তিনি আরও জানান, এ সময় তাপমাত্রা বাড়ার কারণে গরম অনুভূত হতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সারা দেশেই দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

তবে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কিন্তু আগামীকাল রোববার (৩১ মার্চ) সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানান তিনি।