স্বাধীনতা দিবস উপলক্ষে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে আলোচনা সভা

স্বাধীনতা দিবস উপলক্ষে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে আলোচনা সভা
স্বাধীনতা দিবস উপলক্ষে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে আলোচনা সভা  © সংগৃহীত

স্বাধীনতা দিবসকে স্মরণ করে আলোচনাসভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ। এসময় শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতাসহ মুক্তিযুদ্ধ বিষয়ক না শিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল ও বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদিন। 

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া বলেন, ২৬ শে মার্চ বাঙালির জন্য অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালে যে দিনটিতে দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে প্রেরণা পেয়েছিল লক্ষ কোটি বাঙালি। সেই দিনটি এখনও প্রেরণা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও তিনি ক্ষুধা, দারিদ্র‍্যমুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে।


সর্বশেষ সংবাদ