দেশে পুরুষের চেয়ে নারী সংখ্যায় বেশি ৩২ লাখ

দেশে পুরুষের চেয়ে নারী সংখ্যায় বেশি ৩২ লাখ
দেশে পুরুষের চেয়ে নারী সংখ্যায় বেশি ৩২ লাখ  © সংগৃহীত

বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ এর প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, জনশুমারি ও গৃহগণনা-২০২২ ভিত্তিতে ১ জানুয়ারি প্রাক্কলিত বাংলাদেশের মোট জনসংখ্যা এখন ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার। যা বিগত বছরের তুলনায় ১৭ লাখ ৬১ হাজার বেশি।  

বিবিএসের মতে, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যায় নারী ৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ। অর্থাৎ দেশে পুরুষের চেয়ে নারী সংখ্যায় প্রায় ৩২ লাখ বেশি রয়েছে।

বিবিএসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন- পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস ডিজি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন।

পরিসংখ্যানে আরও উঠে এসেছে- ২০২৩ সালে দেশে প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২ দশমিক ৩ বছর। জনসংখ্যা স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩৩ শতাংশ। ২০২২ সালে ১ দশমিক ৪০ শতাংশ ছিল। 

এছাড়া প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা এক হাজার ১৭১ জন। পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার হাজারে ৩৩ জন। প্রতি লাখ জন্ম নেওয়া শিশুর বিপরীতে মাতৃমৃত্যুর হার ১৩৬ জন। ২০২২ সালে ১৫৩ জন ছিল। শিক্ষা, কর্মে কিংবা প্রশিক্ষণে নেই এমন তরুণের সংখ্যা হ্রাস পেয়ে ৩৯ দশমিক ৮৮ শতাংশ হয়েছে। ২০২২ সালে ছিল ৪০.৬৭ শতাংশ।


সর্বশেষ সংবাদ