১৮ মার্চ ২০২৪, ১৩:৩০
আদালতকে জানিয়ে বিদেশ যেতে হবে ড. ইউনূসকে
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘন মামলায় বিদেশ যেতে আদালতকে জানাতে হবে। সোমবার (১৮ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ছয় মাসে সাজার রায় ও আদেশ স্থগিতের আদেশ অবৈধ বলে বাতিল করেছেন হাইকোর্ট। ফলে ড. ইউনূসের ৬ মাসের সাজা বহাল থাকবে।
আরো পড়ুন: জবি শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মানের রিমান্ড
আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। আর কলকারখানা অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।