১৩ মার্চ ২০২৪, ১৮:৫৭
ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী
রমজানে ইফতার পার্টি না করার সিদ্ধান্ত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র রমজান মাসে ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান।
বুধবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এই আহ্বান জানান। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী ইতিমধ্যে ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছেন। তিন আবেদনও জানিয়েছেন, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে, তারা যেন সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। ইফতার পার্টির যে টাকা, সেটি নিয়ে যেন মানুষের পাশে দাঁড়ায়।