বছরে ৩৬৫ দিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে কতদিন?

বছরে অন্তত ১৫০ দিন বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠান
বছরে অন্তত ১৫০ দিন বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠান  © ফাইল ছবি

পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না বন্ধ থাকবে, তা নিয়ে কয়েকদিন ধরে চলছে নানা ধরনের আলোচনা। তবে শেষ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এ আদেশ দেন।

এখন অনেকের প্রশ্ন বছরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে কতদিন। এর একটি জবাব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি ফেসবুকে এক পোস্টে লিখেছেন, বছরে ৩৬৫ দিনে মধ্যে ১৫০ দিনেরও বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে। বুধবার (১৩ মার্চ) ফেসবুকে এ পোস্ট দেন তিনি।

এর আগে ছুটি নিয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ। গত সোমবার রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত না করে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দিয়েছিলেন।

আরো পড়ুন: ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২৫ মার্চ

গত ১০ মার্চ রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। এক শিক্ষার্থীর অভিভাবকের রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ১০ মার্চ বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করে রমজান মাসে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, রমজান মাসে ১০ দিন ক্লাস চলবে।


সর্বশেষ সংবাদ