‘মাদ্রাসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়-মেডিকেলে ভর্তির যোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে’
মাদ্রাসা শিক্ষার্থীরা বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েটসহ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান। তিনি বলেছেন, শিশুদের মাদ্রাসায় লেখাপড়া করার জন্য অভিভাবকদের আগ্রহ বাড়াতে হবে। এতে করে ইহকাল ও পরকালে মুসলমানদের জন্য মঙ্গল।
শনিবার (৯ মার্চ) দুপুরে রংপুর মহানগরীর ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার নবনির্মিত বিজ্ঞান ল্যাব উদ্বোধন, দাখিল ও আলিম পরীক্ষা-২০২৩ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রংপুরে ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা যেভাবে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। এরকম প্রতিটি মাদ্রাসা কর্তৃপক্ষদের গুণগত শিক্ষায় ভূমিকা রাখতে হবে। এতে সব ধরনের আশ্বাস দেন সচিব।
অনুষ্ঠানে ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসার সভাপতি ডা. মো. আকতার হোসেন চৌধুরী বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মান্নান।